This site for free tips and tricks

Saturday, 31 October 2015

বিটকয়েন কি? কেন ও বিটকয়েনের কাজ কি ।খুব সহজেই ক্যাপচা পূরণের মাধ্যমে কিভাবে বিটকয়েন আয় করা যায় আমি আজকে আপনাদের দেখাবো।


শুরুতে একটু বিটকয়েন সম্পর্কে ধারনা দেওয়া ভালো। বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অবিহিত করেন। এ ক্ষেত্রে সকল বিটকয়েন ব্যবহারকারি নিজ নিজ বিটকয়েন ওয়ালেট/অ্যাড্রেস ব্যবহার করে বিটকয়েন লেনদেন করে থাকেন। মাত্র ২৪ ডলার দিয়ে বিটকয়েন কিনে ৫ লাখ ইউরোর মালিক হয়ে যাওয়া নিয়ে ডিডাব্লিওর একটি মজার আর্টিকেল পড়ে আসতে পারেন এই লিঙ্ক থেকে।  :roll:কিভাবে আপনি বিটকয়েন ওয়ালেট/অ্যাড্রেস পাবেন?
বিটকয়েন ওয়ালেট/অ্যাড্রেস পাওয়ার জন্যে বর্তমানে বিভিন্ন ধরনের সাইট আছে যারা আপনাকে বিটকয়েন লেনদেনের জন্যে বিটকয়েন ওয়ালেট খোলার সুযোগ দিয়ে থাকে। এমনই একটি সাইট হলো কয়েনবেস। আপনি এখানে ক্লিক করে আপনার নাম এবং ইমেইল আইডি ব্যবহার করে কয়েনবেসে আপনার জন্যে একটি বিটকয়েন ওয়ালেট খুলে ফেলতে পারেন। অ্যাকাউন্ট খুলার পর অ্যাকাউন্টি ব্যবহার করার জন্যে আপনাকে অবশ্যই ইমেইল আইডি ও মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। যদি আপনার আগে থেকেই বিটকয়েন ওয়ালেট/অ্যাড্রেস থেকে থাকে তাহলে সরাসরি নিচের ধাপে চলে আসুন।


বিটকয়েন আয় – আসলে অনেক সাইট আছে যারা আপনাকে তাদের সাইটের অ্যাড দেখার বিনিময়ে আপনাকে বিটকয়েন দিয়ে থাকে। এইসব সাইটে গিয়ে আপনার বিটকয়েন অ্যাড্রেস দিয়ে ক্যাপচা পূরণের মাধ্যমে আপনি খুব সহজেই বিটকয়েন আয় করতে পারেন। আমি এখন আমার দেখা সবচেয়ে নির্ভরযোগ্য কিছু সাইটের কথা এখানে আলোচনা করবো ��
প্রথমেই বলতে হয় গোল্ডস-ডে সাইটটি সম্পর্কে, প্রথমে সাইটটি ওপেন করুন। এরপর বিটকয়েন অ্যাড্রেসে আপনার বিটকয়েন আড্রেসটি পেস্ট করে স্পিন করুন। ভাগ্য ভালো থাকলে আপনি জ্যাকপটও পেয়ে যেতে পারেন এখানে  ��
স্পিন শেষ হলে ক্যাপচা পূরণ করে ক্লেইম করলেই আপনার ইপে.ইনফো অ্যাকাউন্টে সাথে সাথেই বিটকয়েন জমা হয়ে যাবে। একবার বিটকয়েন পাওয়ার ১০মিনিট পর আবার স্পিন করে বিটকয়েন পাওয়া যাবে এখানে।

এই ধরনের স্পিন করে বিটকয়েন পাওয়ার অন্য একটি সাইট হলো স্টারসবিট

স্পিন করার আরও একটি সাইট হলো ফ্রীবিটকয়েন.ওআরজি ।

এছাড়াও বিটকয়েন অ্যাড্রেস দিয়ে স্ক্যার্চ করার পর ক্যাপচা পূরণ করে বিটকয়েন আয়ের একটি সাইট হলো কয়েনকালেক্ট ।

বিটকয়েন আড্রেস দিয়ে ক্যাপচা পূরণ করে ক্লেইম করলেই পেয়ে যাবেন আপনার বিটকয়েন Crownfaucet সাইটটি থেকে।

ক্যাপচা পূরণ করে বিটকয়েন পাওয়ার অন্য একটি কিছু সাইট Coinfaucet ।

Goldfaucet থেকেও ক্যাপচা পূরণ করে ১০ মিনিট পর পর বিটকয়েন পাওয়া যাবে।

DreamFaucet থেকে ক্যাপচা পূরণ করে বিটকয়েন আয় করা যায়।

এই ধরনের আরও কিছু জনপ্রিয় সাইট আছে যেমন,  freecryptocoin Spinandwinonlinemilionsatoshi,  ।
এইসব সাইট থেকে বিটকয়েন ক্লেইম করার পর তা আপনার ইপে.ইনফো সাইটের অ্যাকাউন্টে জমা হবে এবং ৫৮০০ Satoshi হলেই ১ সপ্তাহের মধ্যেই আপনার বিটকয়েন আপনার ওয়ালেটে চলে আসবে। :)
CoinAd সাইটে রেজিস্ট্রেশান করে প্রতিদিন নির্দিষ্ট কিছু অ্যাড ক্লিক করে বিটকয়েন পাওয়া যায়।
এ ছাড়াও ল্যান্ড অফ বিটকয়েন সাইটের ইন্সট্যান্ট রেজিস্ট্রেশান করে অসংখ্য সাইট পাওয়া যাবে যে সব সাইটে ক্যাপচা পূরণ অথবা অ্যাড ক্লিক করার মাধ্যমে বিটকয়েন আয় করা যাবে।


বিটকয়েন তো অনেক আয় করলেন, এখন বিটকয়েনের টাকা হাতে পাবেন কি করে? বিটকয়েন আপনার কয়েনবেস অ্যাকাউন্টে জমা হয়ে গেলে আপনি সরাসরি নেটেলারে আপনার বিটকয়েন ডিপোজিট করতে পারবেন।

এ ছাড়াও আপনি বিটকয়েন দিয়ে ভার্চুয়াল অনেক কিছুই কিনতে পারবেন যেমন ডোমেইন, হোস্টিং সার্ভার, গুগুল প্লে প্রোডাক্ট ইত্যাদি।
আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন, আমি আমার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করবো।
ভালো থাকবেন।  :-)

Wednesday, 28 October 2015

কাউকে ফোন করার সময় বদলে ফেলুন নিজের মোবাইল নম্বর

বন্ধুদের সঙ্গে মজা করার জন্য স্মার্টফোনে বেশ জনপ্রিয় ফেক কলার আইডি অ্যাপগুলো। এসব অ্যাপের সাহায্যে কাউকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রেখে, ব্যবহারকারীর দেয়া অন্য ভুয়া নম্বর প্রদর্শন করে।
ইতোমধ্যে অনেকেই পরিচয় বদলের এ জাতীয় অ্যাপ হিসেবে ব্যবহার করছেন Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker প্রভৃতি। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে Tracebust অ্যাপটি। প্রাথমিকভাবে এর ট্রায়াল ভারসন ব্যবহার করা গেলেও, পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে মূল্য পরিশোধ করা লাগবে।
এসব অ্যাপ থেকে ফোন করলে বদলে যাবে আপনার ফোন নম্বর। এরপর যদি কন্ঠ পাল্টে ফেলেন, তাহলে ফোনের অপর প্রান্তের পরিচিত মানুষটির আপনাকে চিনতে বেশ কসরত করতে হবে। প্রযুক্তি বিশ্বে অনেকেই এসব অ্যাপ ইনস্টল করে বন্ধু-বান্ধবদের সঙ্গে মজায় মেতেছেন। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বিরক্ত ও উত্যক্ত করার অভিযোগও।

বাড়িয়ে নিন স্মাট ফোনের গতি

স্মাটফোনটির গতি কম হলে চরম ভোগান্তিতে পড়তে হয়।তাই স্মাটফোনকে গতিশীল রাখার জন্যে প্রয়োজন র্যামমের যত্ননেয়া।দরকার গতি বাড়ানোর পদ্ধতি অবলম্বন করা। কীভাবে র্যা মের  গতি বাড়ান ও যত্ন নেওয়ার সহজ কিছু পদ্ধতি তুলে ধরা হল৷ অপ্রয়োজনীয় অ্যাপগুলিআন-ইনস্টল করতে হবে। এতে মোবাইলের র্যা মের ফ্রি থাকবে। ফলে স্মার্টফোন থাকবে গতিময়।
 
নিন স্মাট ফোনের গতি
•    গুগল প্লে স্টোর থেকে টাস্ক কিলারের মতো কোনও অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যেতে পারে। এগুলি গতি বাড়ানোর নানা কাজ নিজেই করে নেয়। একটু পুরনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অটো টাস্ক কিলার অ্যাপটি বেশ উপযোগী। এটি নির্ধারিত সময়ের ব্যবধানে অ্যাপের প্রোসেস কিল করে স্মার্টফোনের র্যাম গতিশীল রাখে।
•    স্টার্ট অ্যাপ ম্যানেজারের মতো কিছু স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে। এ অ্যাপগুলির মাধ্যমে কত সময় পর ফোন বুট বা রিস্টার্ট হবে সেটি নির্ধারণ করে দেওয়া যায়। এছাড়া নির্ধারিত সময় পর কোনও অ্যাপ্লিকেশন সক্রিয় বা নিস্ক্রিয় হবে তা ঠিক করা যায়। এতে র্যামের উপর কিছুটা প্রভাব কমে।
•    দীর্ঘক্ষন চলার পর স্মার্টফোনটিকে রিস্টার্ট করতে হবে। নতুনভাবে চালু হওয়ার ফলে ক্যাশ ফাইলগুলো ডিলিট হয়ে যায় ও বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বন্ধ থাকে। ফলে র্যামের গতি কিছুটা হলে বৃদ্ধি পায়।
•    স্মার্টফোনের মেমরির দিকে সবসময় খেয়াল রাখতে হবে। মেমরি কমে গেলেও স্মার্টফোনের গতি কমে যায়৷

হ্যাকিং থেকে বাঁচতে ১২টি টিপস

কিছুদিন থেকে আবারও ফেসবুক আইডি হ্যাকারদের তৎপরতা শুরু হয়েছে। এর মাঝে অনেকেরই আইডি হ্যাক হয়েছে। কারও কারও আইডি ফেরত পাওয়া গেছে, অনেকেরটা যায়নি। কেউ জানেনা “কেন” বা “কখন” কার আইডি হ্যাক হবে। “আমার তো আইডিতে তেমন কিছু নাই, আমার আইডি হ্যাক করবে কেন?” এই সব প্রশ্ন অবান্তর।
আইডি হ্যাক হলে কী হয়? বিশেষ করে মেয়েদের আইডিতে অনেক ধরনের মেসেজ থাকে, ছবি থাকে, Only me করা অনেক কন্টেন্ট থাকে। ফেসবুকে ও ওয়েবে অনেক পেইজ বা সাইট আছে, যেখানে মেয়েদের ছবি ও পরিচিতি, ইনবক্স মেসেজ ইত্যাদি পোস্ট করা হয়। আহামরি কিছু না, সাধারণ ছবি। অথচ সেসব ছবি বা কন্টেন্টে নরকের কীটদের নোংরা কমেন্ট দেখলে গা ঘিন ঘিন করে উঠবে যে কোন নোংরা মানুষের।
একটা ফেসবুক আইডি শুধু একটা আইডি না, এটা একটা ব্যক্তিগত ডায়েরি, শত শত স্মৃতির একটা আর্কাইভ। ফেসবুকের প্রতিটি পোস্টে কমেন্টে ছবিতে ছড়িয়ে আছে অনেক অনেক মায়া, সুখ বা দুঃখের স্মৃতি। প্রিয় এই জিনিসটি হাতছাড়া হয়ে গেলে কষ্ট হওয়াই স্বাভাবিক। একই সাথে নিজের নিরাপত্তাও পড়ে যায় হুমকির মুখে। তাহলে কীভাবে ঠেকাবেন আইডি হ্যাক হওয়া?
১) ইমেইল
আইডি যে ইমেইল দিয়ে করা, সেই ইমেইলের এক্সেস নিশ্চিত করবেন। অনেকেই ইমেইল তেমন ইউজ করেনা দেখে আর সেই ইমেইলটির খোঁজ রাখে না, এটা করা যাবে না। দরকার হলে ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে ইমেইল এক্টিভেট করে রাখবেন। আর অবশ্যই – “ফেসবুকের পাসওয়ার্ড আর ইমেইলের পাসওয়ার্ড একই হবে না”। ইয়াহু মেইল ইনএকটিভ ইমেইল ইউজারদের একাউন্ট লক করে রাখে, মাঝে মাঝে লগইন করলেই এই সমস্যা হবে না।
২) রিপ্লেস ইমেইল
আইডি সংশ্লিষ্ট ইমেইলে ঢুকতে না পারলে আরও একটা ইমেইল খুলে সেটা এড করুন ফেসবুক প্রোফাইলে। নতুন ইমেইল খোলার ব্যাপারে হেল্প লাগলে বিশ্বাসভাজন কারও কাছ থেকে সাহায্য নিন।
৩) পাসওয়ার্ডে কারিগরি
পাসওয়ার্ড বদলে দিন। পাসওয়ার্ডে অন্তত একটা ক্যাপিটাল লেটার, একটা সংখ্যা আর একটা সিম্বল (!, @, #, $, %, ^, &) দিন। এরপর পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখুন। হতে পারে প্রিয় কোন বইয়ের পাতায়। মাঝের কোন পাতায় লিখে রাখতে পারেন। সেখানে অবশ্যই লিখবেন না যে এটা ফেসবুক বা ইমেইল পাসওয়ার্ড। শুধু আপনি জানবেন এটা কী।
৪) ইংরেজিতে নাম থাকা চাই
ফেসবুকে বাংলায় নাম যাই থাকুক, ইংরেজিতে নিজের আসল নাম, বা নামের প্রথম অংশ থাকা খুবই দরকারি। আর জন্মতারিখ যেন ঠিক থাকে।
৫) ভরসার বন্ধু
ট্রাস্টেড ফ্রেন্ড এড করে রাখুন, প্রয়োজনে হেল্প পাবেন।
৬) দুই ধাপের যাচাই
টু-স্টেপ ভেরিফিকেশনটা অনেক কাজের, কিন্তু অনেক সময় ফোন হারিয়ে গেলে, নম্বর পাল্টালে বা টেকনিকাল কোন সমস্যার জন্য নিজের একাউন্টে নিজেই আর ঢোকা যায় না।
৭) নতুন কম্পিউটারে বসলে
নতুন কোন পিসিতে বসলে প্রাইভেট ব্রাউজিং উইন্ডো খুলে ফেসবুকে লগইন করুন। ক্রোমের জন্য Ctrl + Shift + N আর ফায়ারফক্সের জন্য Ctrl + Shift + P এক সাথে প্রেস করলে প্রাইভেট ব্রাউজিং উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো বন্ধ করার পর এর কোন হিস্টোরি ব্রাউজারে থাকবে না। জানান নিশ্চয়, ব্রাউজারে যা কিছুই করেন না কেন, এর রেকর্ড থাকে, যে কেউ ইচ্ছে করলেই সেটা দেখতে পারে।
৮)লিঙ্কে ক্লিক করুন বুঝে
ফেসবুক ইনবক্সে বা ওয়ালে কোন লিঙ্ক পেলেই ক্লিক করতে হয় না। অনেক লিঙ্কে ক্লিক করলেও আইডি হ্যাক হবার চান্স থাকে। অনেক ভাইরাস টাইপের এপ্লিকেশনও আছে, যেগুলো তোমার অজান্তেই আপনার একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, এরপর যা ইচ্ছে তাই আপনার ওয়ালে বা আপনার বন্ধুদের ওয়ালে পোস্ট করবে।
৯) এক্টিভিটি লগ
এক্টিভিটি লগ চেক করুন। নিজের প্রোফাইলের উপরে ডান দিকে View Activity Log এর লিঙ্ক পাবেন, যেখানে আপনার করা সব এক্টিভিটির বিবরণ থাকবে, যদি কিছু থাকে যা আপনি করেননি, বা সন্দেহজনক, তবে দ্রুত সেই এপ্লিকেশনটি মুছে ফেল। ( সেটিংসের লিঙ্ক পাবে এখানে – https://www.facebook.com/settings?tab=applications )
১০) ব্যাক আপ
নোট গুলোর ব্যাকআপ রাখুন। আইডি হ্যাক হলে যে তা ফেরত পাওয়া যাবে, এর কোন নিশ্চয়তা নেই, কাজেই নোট বা গুরুত্বপূর্ণ লেখাগুলোর ব্যাকআপ রাখা জরুরী। একটা ওয়ার্ড ফাইলে নোটগুলো সেভ করে রাখতে পারেন, অথবা নিজেই নিজেকে ইমেইল করে রাখতে পারেন লেখা গুলো। তাহলে ফেসবুক একাউন্ট হারালেও নোটগুলো হারাবে না।
১১) কম্পিউটারের নিরাপত্তা
পিসিতে এন্টি ভাইরাসের সাথে সাথে এন্টি ম্যালওয়ার সফটওয়ার থাকাও জরুরী। অনেক ম্যালওয়ার এন্টি ভাইরাসের নিরাপত্তা ফাঁকি দিতে পারে। মোবাইলের জন্যেও এন্টিভাইরাস দরকারি।
১২) সাহায্য চান
একাউন্ট হ্যাক হলে নিজে নিজে রিকভার করতে না পারলে এই বিষয়ে জানে এমন বিশ্বাসযোগ্য কারও সাহায্য নিন। নিজে নিজে মাতবরি করে অবস্থা জটিল করবেন না।

Tuesday, 27 October 2015

fire fox tips

Redirect Search Results 

You can management wherever you see your search results. sort about:config into your location bar and notice "browser.search.openintab", then double click to form it "true." currently after you use the search bar, your results can crop up during a separate tab rather than taking you aloof from your current page.

Disable Window Resizing

Web pages that size windows drive some individuals up the wall. to mend that, visit Tools > choices, and open the Content tab. Click on the Advanced button next to "Enable JavaScript," then deselect the check box that enables scripts to "Move or size existing windows."

Choose a Tab

As with IE, Ctrl+Tab can allow you to cycle through open tabs in Firefox. however if you would like to travel to a particular tab while not victimization the mouse, use the Ctrl key and therefore the variety of the tab's position—Ctrl+1, for instance, can open the primary tab, Ctrl+2 the second, and so on.

Browse while not a Mouse

Tired of victimization the mouse? Ctrl+L can move you to Firefox's location bar, whereas Ctrl+K can move you to the search bar. (When you are there, hold Ctrl and use the up or down arrow keys to toggle the default programme.)

Open multiple sites at startup

If you would like to open multiple internet sites after you begin Firefox, visit Tools > choices. beneath the Startup section on the most tab, you will see the house Page field. Enter the sites you would like to open during this manner:
www.computershopper.com | www.collegebuyingguide.com.

Mousing Around

Your mouse provides you additional browsing management than you may suppose. If you've got a scroll wheel button, clicking it on a link can open it up during a new tab, whereas clicking it on a tab can shut it. If you hold down the Shift key whereas scrolling, you'll move backward or forward through your browsing history.

Quickly citation
Ever found one thing in an internet article you instantly wished additional info about? seek for that info simply by lightness the text, dragging it to the search bar, and pressing Enter. Firefox can seek for that text mechanically.

Delete Inaccurate URLs

If you have ever mistyped an online site's address so seen your mistake crop up whenever you retype the site's name, simply highlight the positioning within the history and press Shift+Delete to urge obviate it permanently.

Stay skulking

If you do not need sites to grasp wherever you are coming back from, sort about:config into the placement bar so notice the network.http.sendRefererHeader record. Double click on that, and alter the "2" price to "0" to stop internet sites from seeing your referrer info.

Get additional Viewing house

Want to maximise the Web-site read in your browser window? Then build your icons smaller. simply visit read > Toolbars > customise and check the box next to "Use tiny Icons."

Quick address stand-in

If you type A site's address while not the same old ".com" or "www" and press Ctrl+Enter, Firefox can fill within the remainder of the address for you.

Give Your Bookmarks Keywords

To assign a keyword to a bookmarker, merely right-click on that and choose Properties. Write a word within the keyword field, and currently after you sort the word into the placement bar, you will mechanically visit that website.

Curb Firefox's RAM appetency

Firefox was once noted for a way lightweight it had been on system resources. With every new update, however, it appears be become an even bigger and larger memory hog. Rein Firefox during a very little by limiting the quantity of memory it uses. sort about:config within the address bar and find "browser.cache.disk.capacity." Normally, it's set to "50000," however you'll lower that variety if you discover Firefox is victimization an excessive amount of system memory.

Cleaner Google File Searches

Searching for transmission files on Google may result during a ton of spammy results. associate degree effective—if clunky—way to reduce obtaining such results is to sort intitle:"index.of"(xxx|yyy)zzzz -html -htm -php into the search bar, wherever "xxx|yyy" ar the categories of files you would like to search out (such as "mp3|avi") and "zzzz" being the name of the files you would like to search out. @Admin

10 keyboard short cuts

Using keyboard shortcuts can greatly increase your productivity, reduce repetitive strain, and help keep you focused. For example, to copy text you can highlight text and press the Ctrl + C shortcut. The shortcut is faster than moving your hands from the keyboard, highlighting with the mouse, choosing copy from the file menu, and then returning to the keyboard. Below are the top 10 keyboard shortcuts we recommend everyone memorize and use.

Ctrl + C or Ctrl + Insert and Ctrl + X

Both Ctrl + C and Ctrl + Insert will copy the highlighted text or selected item. If you want to cut instead of copy press Ctrl + X.

Ctrl + V or Shift + Insert

Both the Ctrl + V and Shift + Insert will paste the text or object that's in the clipboard.

Use the above text input fields to highlight the "Cut or copy this text" text and press either Ctrl + C to copy or Ctrl + X to Cut the text. Once Cut Move to the next field and press Ctrl + V or Shift + Insert to paste the text.

Ctrl + Z and Ctrl + Y

Pressing Ctrl + Z will Undo any change. For example, if you cut text, pressing this will undo it. These shortcuts can also be pressed multiple times to undo or redo multiple changes. Pressing Ctrl + Y would redo the undo.
Use the above text input field to highlight some or all of the text and then press Ctrl + X to cut the text. Once the text has disappeared press the Ctrl + Z to undo the cut.
Tip: If you did the first example as well (cut and paste text) if you continue to press Ctrl + Z it is also going to undo that change.

Ctrl + F

Pressing Ctrl + F opens the Find in any program. Ctrl + F includes your Internet browser to find text on the current page. Press Ctrl + F now to open the Find in your browser and search for "shortcut" to find each time shortcut is mentioned on this page.

Alt + Tab or Ctrl + Tab

Pressing Alt + Tab switches between open programs moving forward. For example, if you have your browser window open and other programs running in the background press and hold Alt and then press tab to cycle through each open program.
Tip: Press Ctrl + Tab to switch between tabs in a program. For example, if you have multiple tabs open in your browser now press Ctrl + Tab to switch between open tabs.
Tip: Adding the Shift key to Alt + Tab or Ctrl + Tab moves backward. For example, if you are pressing Alt + Tab and pass the program you want to use, press Alt + Shift + Tab to move back to that program.
Tip: Windows Vista and 7 users can also press the Windows Key + Tab to switch through open programs in a full screenshot of the window.

Ctrl + Back space and Ctrl + Left or Right arrow

Pressing Ctrl + Backspace will delete a full word at a time instead of a single character.
Holding down the Ctrl key while pressing the left or right arrow will move the cursor one word at a time instead of one character at a time. If you want to highlight one word at a time, hold down Ctrl + Shift and then press the left or right arrow key to move one word at a time in that direction while highlighting each word.


Ctrl + S

While working on a document or other file in almost every program, pressing Ctrl + S saves that file. Use this shortcut key frequently if you're working on anything important in case an error happens, you lose power, or other problem that causes you to lose any work since the last save.

Ctrl + Home or Ctrl + End

Ctrl + Home will move the cursor to the beginning of the document, and Ctrl + End will move the cursor to the end of a document. These shortcuts work with most documents, as well as web pages.

Ctrl + P

Open a print preview of the current page or document being viewed. For example, press Ctrl + P now to view a print preview of this page.

Page Up, Space bar, and Page Down

Pressing either the page up or page down key will move that page one page at a time in that direction. When browsing the Internet, pressing the space bar also moves the page down one page at a time.
Tip: If you are using the space bar to go down one page at a time, press the Shift key and space bar to go up one page at a time @Admin