
ফেসবুক, হোয়াটসঅ্যাপ,ভাইবার ছাড়াও আরো কিছু সামাজিক যোগাযোগের মাধ্যম গুলা বাংলাদেশের সরকার কর্তৃক বন্ধ রয়েছে এ কথা আমরা সবাই জানি।কিন্তু নতুন খবর হলো খুব শীর্ঘই ফেসবুক অপেন হচ্ছেনা


.
ইতিমধ্যে আমরা বেশ কিছু ভিপিএন অ্যাপের সাথেই পরিচিত হয়েছি।এর মধ্যে Super Vpn,Fast Vpn,betternet Vpn,Hola Vpn উল্লেখযোগ্য!প্রায় প্রতিদিনই বিভিন্ন ভিপিএন অ্যাপ নিয়ে পোস্ট হচ্ছে তাই আমাদের কাছে ব্যাপারটি বেশ সহজই হয়ে গিয়েছে বলতে হবে।
.
কিন্তু আজ আমি যে ভিপিএন এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটির প্লেস্টোর পাব্লিক রেটিং উপরের উল্লেখিত সকল অ্যাপের রেটিং থেকে বেশি(4.6/5) তার মানে এটার কাজ দারুণ হবার কথা তাইনা?হ্যা সত্যিই তাই।চলুন VPN Master এর কিছু বৈশিষ্ট্য দেখে নেই।
.
*এই ভিপিএন এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটু পরপর এর স্পিড স্লো হয়ে যায়না।
*কানেকশন ফেইল বা ডিসকানেক্ট হবার আপাত চান্স নেই। একবার কানেক্ট করেই দীর্ঘসময় ব্যবহার করতে পারবেন
*এর সার্ভিস টাইম ১ জিবি!!অর্থাৎ ১জিবি হবার আগে এর কানেকশন লস হবেনা।তবে নেট সিগনাল দূর্বল হলে সেটি ভিন্ন কথা।
*VPN Master অ্যাপটি অটোমেটিক ভাবে তার সার্ভার ঠিক করে নেয়।
*অপেক্ষাকৃত কম সময়ের মাঝেই ভিপিএন কানেক্ট হয়ে যায় এবং এটির ডাউনলোড -আপলোড স্পিড নোটিফিকেশন বারে দেখাতে থাকে।অনেকটা ইন্টারনেট স্পিড মিটারের মতো।এছাড়া স্পিড মিটার ফ্লোটিং ভাবেও দেখা যাবে এবং সেটিং থেকে আপনি চাইলে সেটি অফ ও করতে পারবেন।
.
সো এখুনি ডাউনলোড করে নিন অসসাম এই ভিপিএন অ্যাপটি আর নিশ্চিন্তে ফেবু চালাতে থাকুন দীর্ঘসময় ধরে কানেকশন লস ছাড়াই।
*তবে যেহেতু এটি ফ্রী ভার্সন তাই মাঝেমাঝে কিছু অ্যাড দেখতে পাবেন।


ডাউনলোড লিংক: click here
সাইজ:৬ এম্বি
.
ডাউনলোড করতে UC Browser দিয়ে লিংকে গিয়ে Create Download link এ ক্লিক করবেন।প্লেস্টোর বা অন্য ট্যাব অপেন হলে ব্যাকে এসে আবার Create download এ ক্লিক করবেন।
No comments:
Post a Comment